ইংলিশদের হারাতে হলে ভালো করতে হবে তিন বিভাগেই

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঠিক যুতসই হয়নি টাইগারদের ব্যাটিংটা। তবে ২৪৪ রানের স্বল্প পুঁজি নিয়ে নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করার যে মানসিকতা টাইগাররা দেখিয়েছে তাতে আত্মবিশ্বাসের পারদটা একটু উর্ধ্বমূখী হয়েই থাকবে। তাছাড়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল (৮ জুন) মাঠে নামছে মাশরাফি বাহিনী। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম ম্যাচের মতই তিন বিভাগে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে তাদের বিপক্ষে।

বাশার বলেন, ‘আমাদের বোলিংটা ঠিকই আছে। গত ম্যাচের পর সবাই বলেছে আর কিছু রান করলে জিততে পারতাম। খুব ইতিবাচক আছে সবাই, আত্মবিশ্বাসটাও সবার অনেক উপরে। ২৪৪ রান নিয়ে লড়াই করার পর আমাদের আত্মবিশ্বাসটা রও বেড়ে গেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়ে বাশার বলেন, ‘বিশ্বকাপে ফেভারিট ও খুবই ভালো একটি দল ইংল্যান্ড। তাদের বিপক্ষে জিততে হলে সব বিভাগেই ভালো করতে হবে আমাদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। এবং এই সামর্থ্যটা কিন্তু আমাদের আছে। যা আমরা ইতোমধ্যে দেখিয়েছি। তাই সেটার পুনরাবৃত্তি করতে চেষ্টা করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »