নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচিত হলেন সাবেক পেস বোলিং কোচ এবং ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেস বোলার ক্রিস সিলভারউড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করেন ইসিবি।
গত অ্যাশেজ সিরিজের পরেই ট্রেভর বেলিসের সাথে সকল সম্পর্ক চুকিয়ে দেয় ইসিবি। তারপর থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে। নতুন কোচের তালিকায় ছিলো অনেক নামি দামি কোচের নাম। সে তালিকাতে ছিলো সাবেক আফ্রিকান এবং ভারতীয় কোচ কার্স্টেনও। তবে সবাইকে ছাপিয়ে সিলভারউডকেই বেছে নিয়েছে ইসিবি।
এ ব্যাপারে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর গিলস বলেন, ” ক্রিস সিলভারউডকে আমরা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে পেয়ে আনন্দিত। আমাদের কাছে যারা বিকল্প ছিলো তাদের ভিতর ক্রিস ছিলো অসাধারণ প্রার্থী।” গিলসের পছন্দ ছিলো কোন ইংলিশ কোচ। আর সেটাই এগিয়ে রেখেছে ক্রিস সিলভারউডকে।
এ সম্পর্কে সিলভারউড বলেছেন, ” ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। আমি চাই গত ৫ বছরের ভালো কাজগুলো অব্যাহত রাখার এবং দলকে আরও মজবুত ভাবে গড়ে তোলার চেষ্টা করবো। বিশেষকরে টেস্ট ক্রিকেটে।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত মাত্র ৬ টি টেস্ট এবং ৭টি ওডিআই ক্রিকেট খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ১১ টি এবং ওডিআই ক্রিকেটে ৬টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার সাদামাটা থাকলেও মিডলসেক্সের হয়ে ক্যারিয়ারটি ছিলো বেশ জাঁকজমকপূর্ণ। ১৮৪ ম্যাচ খেলে ৫৭৭টি উইকেট সংগ্রহ করেছেন। লিস্ট এ ক্রিকেটেও তার আচে ২৫৯টি উইকেট।
কোচিং ক্যারিয়ারেও বেশ সফল সিলভারউড। ২০১০ সালে প্রথম এসেক্সের বোলিং কোচ হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন। ২০১৬ সালে হেডকোচ হিসেবে দুটি ট্রফি জয়ের পর ২০১৭ সালে ইংল্যান্ড জাতীয় দলের বোলিং এবং সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন। সেখানে ভালো ফলাফলের ফল সরূপ প্রধান কোচের দ্বায়িত্ব দেয় ইসিবি।
নভেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়েই শুরু হবে তার কোচিং ক্যারিয়ার।