ইংলিশ সমর্থকদের কটুক্তির বিপরীতে মজা করলেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথকে চলতি অ্যাশেজ সিরিজে বারবার বিদ্রুপ আর কটাক্ষের শিকার হতে হচ্ছে। স্টিভেন স্মিথ ব্যাট হাতে জবাব দিলেও ওয়ার্নার ইংলিশ সমর্থকদের এমন কটাক্ষকে আপন করে নিয়েছেন। এই ব্যাপারগুলো ওয়ার্নারকে এতটাই অভ্যস্ত করেছে যে এখন এসবের বিপরীতে তিনি এখন শুরু করেছেন মজা। চলমান ওল্ড ট্রাফোর্ড টেস্টেও ইংলিশ সমর্থকদের কটু কথার প্রেক্ষিতে মজা করেছেন অজি ওপেনার।
গতকালকের ঘটনা, বিরতি শেষে অন্য সব অজি খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম থেকে দ্রুত গতিতে নামছেন ওয়ার্নার। তখনই তাকে উদ্দেশ্য করে এক ইংলিশ সমর্থক বিদ্রুপ মন্তব্য করেন। “ওয়ার্নার তুমি একজন প্রতারক” এই কথার সাথে উল্লেখ অযোগ্য এমন খুব বাজে কিছু বলছেন। কিন্তু তার কথার প্রেক্ষিতে থাম্বস আপ দেওয়ার ভঙ্গি করে জোরে এক চিৎকার করেই সিঁড়ি দিয়ে নেমে যান ওয়ার্নার। এই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চলতি অ্যাশেজ সিরিজে এর আগেও এমন কিছুর মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। মূলত বল টেম্পারিং ইস্যুকে কেন্দ্র করেই স্মিথ আর ওয়ার্নারকে ঘিরে এমন বিদ্রুপ মন্তব্য আর কটাক্ষ করা হচ্ছে। কিন্তু স্মিথ ব্যাটে তার পাল্টা জবাব দিলেও ওয়ার্নার এখনো ব্যাট হাতে ব্যর্থ। চলমান অ্যাশেজ সিরিজে ৭ ইনিংসে ব্যাট করে ১১.২৮ গড়ে মাত্র ৭৯ রান করেছেন ওয়ার্নার।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »