https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের কোচ হয়ে হাথুরুসিংহের অধ্যায়টা শেষ হয়েছে অনেক আগেই। নানা কারণে আলোচিত-সমালোচিত এই কোচ আবারও আসছেন সাকিব-মাশরাফিদের কোচ হয়ে সেই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। গুঞ্জন কী আদৌ সত্যি হতে যাচ্ছে? নাকি যেখানে গুঞ্জনের উৎপত্তি সেখাই ইতি ঘটবে?
বাংলাদেশ দলের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়ার পর অনেকেই আবেদন করেছেন সাকিবদের গুরু হবার দায়িত্ব নিতে। অনেকেই আবার বিভিন্ন শর্তও জুড়ে দিয়েছেন কোচ হবার ক্ষেত্রে। কোচ নিয়োগের জন্য তিন জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে সেকান থেকে রাসেল ডোমিঙ্গো এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন। বাকি দুইজন কে সেই ইস্যুতে মুখে কুলুপ এঁটে বসে আছেন বোর্ড কর্তারা।
সদ্য বিদায়ী কোচ স্টিভ রোডসকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে একটি কারন ছিল ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ। ফলে ইংলিশ কন্ডিশনের অবস্থা যিনি ভালো করে জানেন তেমন একজনকেই নিয়োগ দিয়েছিল বিসিবি। যদিও সফল হয়নি বিসিবির সেই পরিকল্পনা।
আগামী বছর টি-২০ বিশ্বকাপ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। গুঞ্জন রয়েছে বাকি যে দুইজন সাক্ষাৎকার দিবেন তাদের মধ্যে একজন রয়েছেন অস্ট্রেলিয়ার! বাকি একজন হাথুরুসিংহে নাকি অন্য কেউ সেটা এখনও নিশ্চিত না হলেও হাথুরুসিংহের এই তালিকায় থাকার সম্ভাবনা কম বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
যদি শেষ পর্যন্ত হাথুরুসিংহে সাক্ষাৎকার দিতে আসেন তাহলে মাশরাফিদের দায়িত্ব অর্পন করা হতে পারে তার কাছেই।