নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ভারত সফরে ৩টি টি – টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ । প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর এবং শেষ টেস্ট ২২শে নভেম্বর।
সম্প্রতি বিসিসিআই এ-র নতুন সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি। সভাপতি হওয়ার পর পরই তিনি আসন্ন ভারত সিরিজকে বিশেষ আকর্ষণীয় করে তোলার জন্য নিয়েছেন নানান রকম প্রস্তুতি। তেমনি একটি প্রস্তাবনা অনুযায়ী তিনি ২ টেস্টের যেকোন একটি দিবারাত্রি টেস্ট ম্যাচ করার পক্ষে।
ভারতীয় গণমাধ্যম হতে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে, সৌরভ সব সময় ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াস করেন। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন রকমভাবে চেষ্টা করেন খেলায় ভিন্নতা নিয়ে আসার। তারই পরিপ্রেক্ষিতে তিনি টেস্ট ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে দিবা-রাত্রি টেস্টের পক্ষে।
যদিও বা বিসিসিআই সভাপতির এ-ই পরিকল্পনা এখনো চূড়ান্ত বলে ঘোষণা করা হয়নি। তাই ব্যাপারটি আপাতত চমক হিসেবেই থাকছে সবার কাছে। তবে এক প্রকার ধরে নেওয়া যায় এবার দু’ টেস্টের যেকোন একটি দিবা-রাত্রি কালীন টেস্ট হতে যাচ্ছে। ভারতীয় টিম এবং টিম – ম্যানেজমেন্টের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই সভাপতি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।