আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। আর এবারের বিশ্বকাপটি গতবারের মতোই ১৬ টি দল নিয়ে আয়োজিত হবে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটিতে যে ১৬ টি দল অংশগ্রহণ করবে, এরইমধ্যে তা নির্ধারণ হয়ে গেছে।

র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ এ অবস্থান করা দলগুলোর সাথে আরো ৬ টি দল যুক্ত করা হয়েছে। বাছাইপর্বে ১৪টি দলের লড়াই শেষে ৬ টি দল অজিদের দেশে খেলার টিকিট পেয়েছে। এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে সুযোগ পাওয়া দল ৬টি– ওমান, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউ গিনি।

তবে এই বাছাইপর্বে উত্তীর্ণ হয়েই শেষ নয়। বিশ্বকাপের নিয়মানুযায়ী ১ম রাউন্ড খেলতে হবে দলগুলোর। এই ৬ দলের সঙ্গে থাকবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলও। এই ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করে শুরু হবে ১ম রাউন্ড। গ্রুপ দুটির শীর্ষ দুই দল যাবে চূড়ান্ত পর্বে। আর এতেই ২০২০ সালের ২৪ অক্টোবর থেকে শুরু হবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল এবং ১ম রাউন্ড পার করে আসা দুটি দল নিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরমেটের এই মহারণ।

 

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়া ১৬টি দলঃ–

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ওমান, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউ গিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »