আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ প্রস্তুতির বিরাট প্লাটফর্ম বঙ্গবন্ধু বিপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শেষ হলো বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রতিটা টিমই মোটামুটি সব মানসম্পন্ন খেলোয়াড়দের বাছাই করে নিয়েছেন। বিশেষ জোর দেওয়া হয়েছে দেশীয়দের দিকে। বেশকিছু তরুণ জায়গা ও দখলে নিয়েছেন।

বেশকিছু নিয়ম মেনে হয়েছে এবারের বিপিএল প্লেয়ার্স ড্রাফট। বোর্ড থেকে নির্দেশনা ছিলো দেশীয়দের দিকে জোর দেওয়া আর প্রত্যেকটা টিমে একজন করে লেগ স্পিনার রাখা। প্লেয়ার্স ড্রাফটেও হয়েছে এমনটাই। প্রত্যেক টিমের দেশী/বিদেশি একজন করে লেগ স্পিনার আছেন। ডাক পেয়েছেন উদীয়মান লেগী বিপ্লব। এবং তানভীর নামে আরেক লেগী।

লেগীদের দিকে জোর দেওয়ার মূল কারণ, বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের অভাব মোচন। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি মাহবুব আনাম গণমাধ্যমে বলেন – ‘আমাদের লক্ষ্য ছিলো লেগ স্পিনারদের দিকে জোর দেওয়া। সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় দলের ঘাটতি পূরণে লেগ স্পিনার বের করে আনা। আর আমরা সেদিকেই এগুচ্ছি’।

বিপিএলের এবারের আসরে আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি শেষ হবে বলে মনে করেন তিনি। তিনি এ-ই ব্যাপারে বলেন – ‘ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বোর্ড যে বিপিএলের আসর সাজাতে যাচ্ছে এটি চমৎকার একটি আসর হতে যাচ্ছে। নির্ধারিত নিয়ম অনুসারে এ-র মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বকাপের বিরাট প্রস্তুতি এখানেই হয়ে যাবে। ‘

তিনি মনে করেন খেলোয়াড়রা যথেষ্ট সুযোগ পাবে নিজেদের সামর্থ্য প্রকাশের। ভালো প্রস্তুতির সুযোগ পাবে, যার ফলে আত্মবিশ্বাস বাড়বে সবার মাঝে। আর বহুদিনের লেগী ক্ষরাও ঘুচবে এ-ই আসরে এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »