Gazi Nasiful Hassan »
সকালের শুরুটাই এক তৃপ্ততার খবর দিয়ে। শীতের সকালের রৌদ্রস্নাত সূর্যটার মিষ্টান্নতা আরও তৃপ্তি পেলো নেপাল থেকে এমন খবরে। একটি স্বর্ণ জয় মানে নেপালের এভারেস্টের চূড়ার দেশের লাল সবুজের পতাকাকে আরও একবার উঁচিয়ে ধরা। সবাইকে পিছনে ফেলে আবারও গেয়ে উঠা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এত সম্মানের, এত আত্মতৃপ্তির এত তো লাল সবুজের দেশের জন্য গর্বের।
এবারের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গা ছিলো আর্চারিতে। সেই প্রত্যাশার জায়গায় আলো ছড়িয়েছে রিকার্ভের পুরষদের দলগত ইভেন্টে। দলগত ইভেন্টে এসে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় রোমান সানারা। রিকার্ভের দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।
ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর আগে গতকাল ৭ ডিসেম্বর ( শনিবার) স্বাগতিক নেপালকে ৬-০ সেটে বিধ্বস্ত করেন রোমান, তামিমুল ও রুবেলরা। শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে এবারের এসএ গেমসে অষ্টম স্বর্ণ জিতলো লাল সবুজের প্রতিনিধিরা। আর্চারি থেকে ১০ টি স্বর্ণের প্রত্যাশা বাংলাদেশের সেখানে কেবল রিকার্ভের পুরুষ ইভেন্টে কেবল একটি মাত্র স্বর্ণ ঘরে তুললো লাল সবুজের প্রতিনিধিরা।
এবারের এসএ গেমসে এখন পর্যন্ত স্বর্ণ জিতে বাংলাদেশ। স্বর্ণ জয়ের শুরুটা তায়কোন্দোতে দীপু চাকমার হাত ধরে। এরপর একে একে ছেলেদের কারাতেতে স্বর্ণ জিতেন আল-আমিন আর মেয়েদের কারাতে দুইটা স্বর্ণ জিতেন মারজানা আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। ভারোত্তোলনে পঞ্চম ও ৬ষ্ঠ স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম। আর গতকাল ফ্রেন্সিংয়ে সপ্তম স্বর্ণ এনে দেন ফাতেমা মুজিব।