নিউজ ডেস্ক »
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ঘাস লাগানোর জন্য বীজ যে বীজের প্রয়োজন সেই ঘাসের বীজ সুদূর আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাধারণত সব ধরনের খেলায় অংশগ্রহণ করলেও মূলত ক্রিকেটে মোটও আগ্রহ নেই আমেরিকার। তবে এবার সেই দেশ থেকেই কিনে আনা হলো ঘাসের বীজ।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে চলাকালীন সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে হেলিকপ্টারে যোগে ঢাকা থেকে সিলেট আসেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
আর তার সাথে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও মাহবুব আনাম, জালাল ইউনুস এবং আকরাম খান।
মাঠ পরিদর্শন শেষ করে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমাদের ইনের যে মাঠটা অর্থাৎ যেখানে খেলা চলছে এটার ঘাস আমরা আমেরিকা থেকে এনেছি। একইসাথে এখানে বেশ কিছু কাজ করা হয়েছে। আমি যা দেখলাম শেষবার এখানের গ্যালারিও বেশ বড় করা হয়েছে। এজন্য গেম ডেভেলপমেন্টকে এবং বিশেষ করে মাহবুব আনামকে ধন্যবাদ জানাতেই হয়। এখানে ৬০ জনের ক্যাপাসিটির ডরমিটরি হবে। সাথে একাডেমিও থাকছে। একাডেমি এখন সব জায়গাতেই হবে। চট্টগ্রামেও আমাদের একাডেমির কাজ চলতেছে। তবে এখন আগের চেয়েও বেশি সুন্দর লাগছে।’
এদিকে জানা যায়, চলতি বছরের অক্টোবরের আগেই এই মাঠের কাজকর্ম পুরোপুরি শেষ হবে। আর সবমিলিয়ে সিলেটের এই স্টেডিয়ামটি নিয়ে দারুণ সন্তুষ্ট বিসিবি বস।
বোর্ড সভাপতি আরও বলেন, ‘প্রথমে যখন এই স্টেডিয়ামে খেলা শুরু হয়, অর্থাৎ ২০১৪ বিশ্বকাপ, তখন এসে আমি বলেছিলাম, এটা বাংলাদেশের এবং একইসাথে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা স্টেডিয়াম। তবে তখন আমি বলিনি এটাই সবচেয়ে সেরা। কিন্তু এবার আসার পর আমি বলতে পারি, এটা বিশ্বের অন্যতম সেরা এক স্টেডিয়াম।’