নিউজ ডেস্ক »
দীর্ঘ একটা সময় যদি দলে থাকতেন তাহলে অনেক সমৃদ্ধপূর্ণ একজন বোলার হতে পারতেন মোহাম্মদ আসিফ। আসিফের আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে মাত্র ৭২ ম্যাচেই। ভুল বশত নিজের ক্যারিয়ার শেষ করা এই পেসারকে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, আসিফের এক সময়কার সতীর্থ মোহাম্মদ আমির ও বর্তমানের সেরা পেসার জাসপ্রীত বুমরাহর থেকেও সেরা বলছেন শোয়েব আখতার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বের সেরা পটু ফাস্ট বোলার কে। উত্তরে তিনি নিজের নাম না বলে আসিফের নাম বলেন। এমনকি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের চেয়েও সেরা বলেছেন আসিফকে। আসিফ সম্পর্কে শোয়েব বলেন,’‘চটপটে ও বুদ্ধিমান পেস বোলারদের দিকে তাকালে মোহাম্মদ আসিফ সেরা ছিলেন। বুমরাহ, মোহাম্মদ আমির, এমনকি ওয়াসিম আকরামের থেকেও সেরা ছিলেন আসিফ। আমি দেখেছি ব্যাটসম্যানদের ওর বোলিংয়ের সামনে কাঁদতে। ভিভিএস লক্ষ্মণ একবার বলছিলেন যে আমি এই বোলারকে কীভাবে মোকাবেলা করব। আমি আক্ষরিক অর্থেই দেখেছি এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় আসিফকে খেলার সময় এবি ডি ভিলিয়ার্সকে কাঁদতে।’’
ওয়াসিম আকরামের আগেই বুমরাহকে স্থান দিয়েছেন শোয়েব। এই ভারতীয় পেসার সম্পর্কে শোয়েব বলেন,’‘আমি মনে করি আসিফের পরের স্থানেই আছেন বুমরাহ। টেস্ট ক্রিকেটে তার (বুমরাহ) ফিটনেস নিয়ে সন্দেহ থাকতে পারে। আমি তাকে খুব কাছে থেকেই দেখেছি। সে খুব দ্রুত বাউন্সার দিতে পারে। তার বোলিং খুবই তীক্ষ্ণ ও ব্যাটসম্যানদের জন্য বিভ্রান্তিকর। সে খুবই ভালো, শারীরিক আগ্রাসন না থাকলেও তার বোলিংয়ে সেই আগ্রাসন আছে। সে যখন বল ছুঁড়তে আসে, সেই ৫ সেকেন্ডে সব আগ্রাসনই থাকে।”
মন্তব্যসমূহ »
Congratulation News Cricket 24.Com