আমি ভেবেছিলাম বলটি নো’বল হবে : ডি ভিলিয়ার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট ম্যাচে যখন দলের সেরা বোলাররা নজরকাড়া বোলিং করেও উইকেট নিতে পারেন না তখন বোলিংয়ে ডাক পড়ে দলের খণ্ডকালীন বোলারদের। আর ঠিক যখন এই বোলাররাই বিপক্ষ দলের বড় উইকেট তুলে নেন তখন সেটাকে বলাই যায় পচা শামুকে পা কাটা।

তেমনি এক ঘটনা ঘটে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আফ্রিকার বিপক্ষে। এই অভিজ্ঞতার স্বীকার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ঢাকা টেস্টে সেইবার মোহাম্মদ আশরাফুলের বলে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

সেই আউটের দৃশ্য ভিলিয়ার্স আজও মেনে নিতে পারেননি। সেই সময়ের টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান এমনভাবে আউট হবে সেটা কারোরই গ্রহণযোগ্য ছিল না।

সেই আউটের পর প্রোটিয়া ব্যাটসম্যান বলেছিলেন, ‘আমি আশা করেছিলাম নো বল ডাকা হবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এভাবে আউট হলাম।’

আশরাফুলের করা অদ্ভুত সেই শর্ট বল ভিলিয়ার্সের ব্যাট পর্যন্ত যাওয়ার আগেই দুইবার বাউন্স করে। ফলে বলটা মারতেও যথেষ্ঠ সময় পেয়েছিলেন ভিলিয়ার্স। লেগ সাইডে দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং না হওয়ার কারণে বলটি ক্যাচে পরিণত হয়।

আর সেই ক্যাচের কারণে ভিলিয়ার্সের ইনিংস থেমে যায় ৪৬ রানে। প্রোটিয়া এই ঝড়ো ব্যাটসম্যানের ক্যারিয়ারে বাজে বলে আউট হওয়ার তালিকা করলে এটাই সবার আগে থাকবে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »