দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
জিম্বাবুয়ের বর্তমান দলটার কথা যদি চিন্তা করা যায় তবে মূল অস্ত্র না হলেও দলের হয়ে আসল কাজটা ঠিক করে থাকেন অলরাউন্ডার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনই। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন না দু’জনের কেউই। ইনজুরির কারণে ক্রেইগ আরভিন ও দেরিতে সিলেটে পৌঁছানোর ফলে প্রথম ওয়ানডেতে মাঠে নামা হয়নি শন উইলিয়ামসেরও।
আর এই দুজন ছাড়া খেলতে নামা জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেনি। বাংলাদেশের দেয়া ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। আগামীকাল আবার এই ভেন্যুতেই দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। আর এই ম্যাচে দুজনেই ফিরছেন তা এক প্রকার নিশ্চিত।
ম্যাচের আগের দিন আজ ছিলো ঐচ্ছিক অনুশীলন। আর অনুশীলন শেষে জিম্বাবুইয়ান অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস জানান, তার দলে ফিরে আসাটা অতিরিক্ত শক্তি যোগান দিবে। তিনি বলেন, ‘আগামীকাল অর্থাৎ ৩ মার্চ আমরা একটা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে চাই। আমি মনে করি আগামীকাল বেশ গুছানো একটি পরিকল্পনা নিয়েই বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যেতে হবে। ক্রেইগও (আরভিন) ফেরার পথে এখন। সে কালকের ম্যাচে খেলতে প্রস্তুত হচ্ছে। যদিও আমি দেখেছি সে রুমে বিছানায় শুয়ে সময় কাটাচ্ছে।’
এদিকে জিম্বাবুয়ে দলে উইলিয়ামস, আরভিন না থাকলেও দলে ছিলেন সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলরের মত অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে কাজের কাজ কিছুই হয়নি। বরং এ দুজনেই করেছেন হতাশ। তবে পরের ম্যাচে দুজনের জ্বলে উঠার অপেক্ষায় উইকিয়ামস। তিনি বলেন, ‘আমি মনে করি ব্যাটসম্যানদের ভালো সময়ে ভালো সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলররা আমাদের দলের অন্যতম শক্তি, আমাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তারা। আর তাদের স্বরূপে ফিরে আসাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।’