নিউজ ডেস্ক »
গেল এশিয়া কাপের কথা মনে আছে? শেষ দুই বলের নাটকীয়তায় আফগানদের ১ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। শেষ দুই বলে ১১ রানের প্রয়োজন পড়লে ফজল হক ফারুকীর শেষ দুই বলেই দুই ছক্কা হাঁকান নাসিম শাহ। স্বপ্নভঙ্গ হয় আফগানিস্তানের। এবারো হলো ঠিক তাই।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ২য় ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে ৩০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ১৫১ রান, ৮০ করে আউট হোন আরেক ওপেনার ইবরাহিম জাদরান।
৩০১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিলো পাকিস্তানেরও। দুই ওপেনার মিলে গড়েন ৫২ রানের জুটি। ৩০ রান করা ফকর ফিরে গেলেও ২য় উইকেট জুটিতে ১১৮ রান তুলেন ইমাম উল হক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলীয় ১৭০ রানে ৫৩ রান করা বাবরের উইকেট হারানোর পড়েই একটু একটু করে সহজ ম্যাচটা কঠিন হতে থাকে পাকিস্তানের জন্য। একে একে রিজওয়ান, সালমান, ওসামা মীর সাজঘরে ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। ১৭০-২ থেকে ২১১-৬ এ পরিণত হয় পাকিস্তানের স্কোরবোর্ড। কিন্তু লড়াই চালিয়ে যান অলরাউন্ডার শাদাব খান। ২৫৮ রানে ইফতিখারের সাথে ৪৭ রানের পার্টনারশিপ ভাঙে শাদাবের। ২৪ বলে ১৭ রান করে আউট হোন ইফতিখার। ২৭২ রানে পাকিস্তান হারায় শাহীন আফ্রিদির উইকেট। তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাদাব। ৪৯তম ওভারের শেষ দুই বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি।
কিন্তু তখনো বাকি ছিলো নাটকীয়তার। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিলো ১১ রান, হাতে ছিলো ২ উইকেট। ৫০তম ওভার করে আসা ফজল হক ফারুকীর প্রথম বলে মানকাড আউটের শিকার হোন শাদাব। শাদাব আউট হওয়ার পরে মনে হচ্ছিলো আফগানিস্তান খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। কিন্তু শেষ ওভারে নাসিম শাহ দুই চার মেরে হারিস রউফকে নিয়ে ফারুকীর প্রথম ৪ বলেই পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দেন। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিলো বাবর আজমের দল।