আবারো আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ট্রাইনেশন সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে মুজিবের বলে নাজিবের হাতে ক্যাচ দিয়ে স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন লিটন দাস। দলীয় ১১ রানে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মত ওপেনিংয়ে নেমে আউট হোন মুশফিকুর রহীম। মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হোন অধিনায়ক সাকিব। সাকিবের বিদায়ের পর মিডল অর্ডারে নেমে আজও ব্যর্থ সৌম্য সরকার। প্রথম বলেই মুজিবের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে টিম টাইগার্স। কিন্তু সাব্বির রহমানকে নিয়ে ভাল একটি পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৯০ রানে ৩৯ বলে ৪৪ রানের সময় উপযোগী এক ইনিংস খেলে মাহমুদউল্লাহ আউট হলে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। এর পরের ওভারেই ২৭ বলে ২৪ রান করা সাব্বির মুজিবের চতুর্থ শিকারে পরিণত হোন। ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে আজ আর জয় এনে দিতে পারে নি আফিফ-মোসাদ্দেক জুটি। ২ চারে ১৪ বলে ১৬ রানে ফেরেন আফিফ। মোসাদ্দেক করেন ১০ বলে ১২ রান। পুরো ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র ছক্কা হাঁকান মোস্তাফিজুর রহমান। শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মুস্তাফিজুর ২ চার ও ১ ছয়ে ৭ বলে ১৫ রান করেন। আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান একাই নেন ৪ উইকেট। এছাড়া নবী ও রশিদ ২টি করে উইকেট নেন।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। ইনিংসের প্রথম বলেই ওপেনার রহমান গুরবাজকে ক্লিন বোল্ড করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাইফুদ্দিন। এরপরই বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। নিজের প্রথম ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে সাজঘরে ফেরান সাকিব নিজে। ৩ নম্বরে ব্যাটিং করতে আসা নাজিব তারকাইকে আবারো সাইফুদ্দিন ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। আসগর আফগানের সাথে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও আবারো সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন নাজিবউল্লাহ। কিন্তু পরের দৃশ্যপটটা সম্পূর্ণ ভিন্ন। আসগর আফগান ও মোহাম্মদ নবী দারুণ এক পার্টনারশিপ গড়েন। বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। ৩৭ বলে ৪০ রান করে আসগর ফিরে গেলেও ৩ চার ও ৭ ছক্কার ৫৪ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। আর এতেই আফগানিস্তান পায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৬৪ রানের ভাল সংগ্রহ। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন তার ক্যারিয়ার সেরা ৩৩ রান খরচায় ৪ উইকেট লাভ করেন। আর বাকি ২ উইকেট নেন অধিনায়ক সাকিব।

ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নবী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »