আফ্রিদির রেকর্ড ভাঙলেন মালিঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে গেছেন লাসিথ মালিঙ্গা। রবিবার পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন লঙ্কান পেসার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ৯৮টি উইকেট নিয়ে এতদিন রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার কিউইদের বিপক্ষে তিনটি উইকেট নিয়ে রেকর্ডটা নিজের দখলে নিয়েছেন মালিঙ্গা।

বর্তমানে ৭৪ ম্যাচে মালিঙ্গার উইকেট সংখ্যা এখন ৯৯টি। আর ৭২ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিউইদের বিপক্ষে ৯৭ উইকেট নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন মালিঙ্গা। ইনিংসের চতুর্থ বলেই কলিন মানরোকে ইয়র্কারে বোল্ড করে আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সি এই পেসার। এরপর নিজের তৃতীয় ওভারে আরেকটি ইয়র্কারে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে আফ্রিদিকে ছাড়িয়ে যান মালিঙ্গা।

দিনশেষে নিজের কোঠার চার ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মালিঙ্গা। তার রেকর্ডের দিনে ৫ উইকেটের বড় হার দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »