আফ্রিদির উপর ক্ষেপেছেন শিখর ধাওয়ান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কিছুদিন ধরেই কাশ্মীর নিয়ে তর্ক বিতর্ক চলছে ভারত পাকিস্তানের মাঝে। কাশ্মীরে হত্যাযজ্ঞ নিয়ে পাল্টাপাল্টি কথা চলছে ভারত পাকিস্তানের আঙ্গিনায়। সেখানে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে আফ্রিদির করা মন্তব্য নিয়ে। কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে মন্তব্য করায় আফ্রিদির উপর বেশ চটেছেন শিখর ধাওয়ান। আগে নিজের দেশ ঠিক করতে বলেন ভারতীয় এই ওপেনার।

ধাওয়ান বলেন, ” কেউ যদি আমাদের দেশ নিয়ে কথা বলে তাহলে আমরা অবশ্যই এ নিয়ে কথা বলবো। বাইরের কোন দেশের উপদেশ আমাদের দরকার নেই। আগে নিজের দেশ ঠিক করুন তারপর অন্য দেশ নিয়ে কথা বলুন”।

ধাওয়ান আরও যোগ করেন “যার নিজেরই কাঁচের ঘর তার অন্যদের ঘরে পাথর ছোঁড়া ঠিক নয়”।

আফ্রিদি কাশ্মীরের এই হত্যাযজ্ঞ নিয়ে টুইটারে লেখেন, ” কাশ্মীরের নির্দোষ মানুষ গুলোকে হত্যা করা হচ্ছে। তারা কেউ স্বাধীন নয় সেখানে। ইউএন কিংবা অন্যানয় সংস্থা গুলো কোথায়? তারা কি এমন হত্যাযজ্ঞ থামাতে পারছে না?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »