আফিফের ব্যাটে চড়ে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব’র ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে ট্রাইনেশন সিরিজে শুভ সূচনা বাংলাদেশের। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে দারুণ এক পার্টনারশীপ গড়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

১৮ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১৪৫ রানের। লিটন দাস শুরুটাও করেছিলেন দারুণ। তবে দলীয় ২৬ রানে ১৪ বলে ১৯ রান করে আউট হোন লিটন। এরপর একে একে সৌম্য, সাকিব ও মুশফিক ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রিয়াদ ও সাব্বির কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও এক সাথে এই ২ জন আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। কিন্তু তখনো কেউ জানত না নিজের ২য় ম্যাচ খেলতে নেমেই মহানায়ক হয়ে ওঠবেন আফিফ। সপ্তম উইকেটে সৈকতের সাথে ৮২ রানের পার্টনারশীপ ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। বাংলাদেশের পক্ষে টি২০ ক্রিকেটে ২য় দ্রুততম অর্ধশতক তুলে নেন আফিফ মাত্র ২৪ বলে। ২৬ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আফিফ যখন আউট হোন বাংলাদেশের জয় তখন সময়ের ব্যাপার। শেষপর্যন্ত মোসাদ্দেক ৩০ এবং সাইফুদ্দিন ৬ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের পক্ষে জার্ভিস, চাতারা ও মাদজিবা ২টি করে উইকেট নেন।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। একটা সময় খেলা মাঠে গড়াবে কি না এটা নিয়ে ছিল সংশয়। বৃষ্টির জন্য ২ ওভার কমে খেলা নির্ধারণ করা হয় ১৮ ওভারের। নির্ধারিত ১৮ ওভারে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে ৫৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ জন ব্যাটসম্যানকে। তাইজুল নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই তুলে নেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরের উইকেট। মাসাকাদজা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করলেও ব্যক্তিগত ৩৪ রানে সাজঘরে ফিরেন। দলের বিপর্যয়ে জিম্বাবুয়ের হাল ধরেন রায়ান বার্ল। শুরুতে দেখেশুনে খেললেও পড়ে চড়াও হোন বাংলাদেশী বোলারদের উপর। অধিনায়ক সাকিবের এক ওভারে ৩ চার আর ৩ ছক্কায় নেন ৩০ রান। মুতমবদজিকে নিয়ে বাকিটা সময় ঝড় তুলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বার্ল ৩২ বলে ৫৭ এবং মুতমবদজি ২৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন তাইজুল, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »