শোয়েব আক্তার »
মোহম্মদ হোরায়রা’র ব্যাটিং ও মোহাম্মদ আমির খানের বোলিং নৈপুন্যে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল কে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান অনু্র্ধ্ব-১৯ দল।
১৯০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান যুবারা। হোরায়রা ছাড়া অন্য ব্যাটসম্যান’রা বড় ইনিসে খেলতে না পারলেও ছোট ছোট ইনিংস গুলো যথেষ্ঠ ছিল বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকিট নিশ্চি করার জন্য।
অন্য দিকে ছোট টার্গেটেও প্রতিরোধ গড়ে তুলতে পারে নি আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বোলার’রা। পাকিস্তানের ব্যাটসম্যান’রা সাবলীল ভাবেই খেলে গেছেন তাদের। ১২তম ওভারে দলীয় ৬১ রানের মাথায় হায়দার আলী রান আউটে কাটা পড়লে প্রথম সাফল্য পায় আফগানিস্তান।
বল হাতে উইকেট নেওয়ার জন্য আফগান বোলারদের অপেক্ষা করতে হয় ২৪ তম ওভার পর্যন্ত। রোহাইল নাজির কে আউট করে আফগানিস্তান কে দ্বিতীয় সাফল্য এনে দেন নূর আহমদ। চার ওভার পর নূর আহমদ আরও একটি উইকেট নিলেও জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না আফগানিস্তানের জন্য।
মোহাম্মদ হোরায়রা ৬৪ রানে রান আউট হয়ে গেলেও কোয়াসিম আকরামের অপরাজিত ২৫ ও মোহাম্মদ হারিসের অপরাজিত ২৯ রানের সুবাদে জয় নিশ্চি করে পাকিস্তান। আফগানিস্তানের পক্ষে নূর আহমদ ১০ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ২ টি উইকেট লাভ করেন।
এর আগে বিনোনিতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। পাকিস্তানী বোলাদের নিয়ন্ত্রিত ও আক্রমনাত্মক বোলিং এ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা।
সপ্তম ওভারের তৃতীয় বলে ইব্রাহিম জাদরান কে ব্যক্তিগত ১১ রানে আউট করেন পাকিস্তান কে প্রথম সাফল্য এনে দেন তাহির হোসাইন। এরপর ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যোগ দিতে থাকেন আফগান ব্যাটসম্যানরা।
আফগানিস্তানের পক্ষে অধিনায়ক ফারহান জাকিল সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে আব্দুল রহমানের ব্যাট থেকে। ব্যাটিং ব্যর্থতায় ৪৯.১ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে যায় আফগান যুব দল। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির খাঁন ৩টি, ফাহাদ মুনির ২ টি ও তাহির হোসাইন, আব্বাস আফ্রিদি, আমির আলি, কোয়াসিম আকরাম ১ টি করে উইকেট লাভ করেন।
সেমি-ফাইনালে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দি ভারত অনুর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনুর্ধ্ব-১৯: ১৮৯/১০(৪৯.১)
ফারহান জাকিল:৪০(৫৫), আব্দুল রহমান:৩০(৪১)
মোহাম্মদ আমির খাঁন:৩/৫৮(১০), ফাহাদ মুনির:২/২৯(৭)
পাকিস্তান অনুর্ধ্ব-১৯: ১৯০/৪(৪১.১)
মোহাম্মদ হোরায়রা:৬৪(৭৬), মোহাম্মদ হারিছ:২৯(৪৩)
নূর আহমদ:২/৩২(১০)
ফলাফল: পাকিস্তান ছয় উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: মোহাম্মদ হোরায়রা।