নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নভেম্বরে আফগানিস্তানের সাথে পূর্নাঙ্গ সিরিজ খেলবে উইন্ডিজ ক্রিকেট। সিরিজকে সামনে রেখে ক্যারিবিয়ানরা কাইরন পোলার্ডকে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক এবং হোল্ডারকে টেস্ট অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে জায়গায় হয়নি গেইল রাসেলদের, নতুন মুখ সিপিএল মাতানো ব্র্যান্ডন কিং ও হেডেন ওয়ালশ।
এবারের আসরে সর্বোচ্চ রান ব্র্যান্ডন কিং ও উইকেট হেডেন ওয়ালশের। তারা দু জনই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে রয়েছেন। এবারের আসরে ব্র্যান্ডন কিং ১২ ম্যাচে ১২ ইনিংসে ৫৫.১১ এভারেজে ৪৯৬ রান করেছেন। অন্যদিকে ওয়ালশ ৯ ম্যাচে ৩৩.৪ ওভারে ১২.৬৮ এভারেজে ২২ উইকেট নিয়েছেন। তবে আসরটি ভালো যায় নি গেইল রাসেলদের। যার ফলে তাদেরকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড।
সিরিজটি তে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তিন ফরম্যাটের স্কোয়াডে রয়েছেন যারাঃ-
টি-টোয়েন্টি স্কোয়াডঃ- কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ইভিন লুইস, ব্র্যান্ডন কিং, শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, জেসন হোল্ডার, লেন্ডেল সিমন্স, ফ্যাবিয়ান অ্যালেন, হ্যাডেন ওয়ালশ, খেরি পিয়ের, শেল্ডন কোট্রেল, ডেনেশ রামদিন উইলিয়ামস ও আলজারি জোসেফ।
ওয়ানডে স্কোয়াডঃ- কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, সুনীল অ্যামব্রিস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, জেসন হোল্ডার, হ্যাডেন ওয়ালশ, খেরি পিয়ের, শেল্ডন কট্রেল, কেমো পল, রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফ।
টেস্ট দলঃ- জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট,৷ শিমরন হেটমায়ার, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেন ডুরিচ, সুনীল অ্যামব্রিস, জেমেল ওয়ারিকান, রাহাকিম কর্নওয়াল, কেমার রোচ, কেমো পল ও আলজারি জোসেফ।
উল্লেখ তিনটি টি-টোয়েন্টি নভেম্বরের ৫, ৭, ও ৯, তিনটি ওয়ানডে নভেম্বরের ১৩, ১৬, ১৮ ও একটি টেস্ট ২৭-০১ ডিসেম্বর অনুষ্টিত হবে। দেরাদুনে ৫ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মুখোমুখি হবে দু দল। সব গুলো ম্যাচ ভারতের দেরাদুনে রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।