আফগানিস্তানের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৯ বছর টেস্ট ক্রিকেটে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ দলের। টেস্টে ১১৭ ম্যাচে মাত্র ১৩টি জয় টাইগারদের। যা বাংলাদেশ ক্রিকেটে এক করুণ দুর্দশা। সম্প্রতি ভারতের সাথে ২ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে বাংলাদেশ। বুঝাই যাচ্ছে টেস্টে এখনো উন্নতি হয়নি বাংলাদেশের। এখন আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৬১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে। অন্যদিকে টেস্টে নতুন দল আফগানিস্তান মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলছে। যেখানে ২টি জয় রয়েছে তাদের। তাছাড়া কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে একমাত্র টেস্টে বাংলাদেশকে হারায় আফগানিস্তান। এখন আবার বাংলাদেশকে টপকে যাচ্ছে।

লক্ষ্ণৌতে বুধবার (২৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টেস্ট। এ টেস্টে জয় লাভ করতে পারলে বাংলাদেশকে টপকে যাবে। তবে বাংলাদেশ আফগানদের জয় চাইবে না, চাইবে ক্যারিবীয়ানদের জয়। যাতে করে টপকাতে না পারে।

অন্যদিকে রশিদ খানের আফগানিস্তান ড্র করলে ও বাংলাদেশকে টপকে যাবে। কেননা তাদের রেটিং পয়েন্ট এখন ৫৫, আর ড্র হলে হবে ৬১। যা বাংলাদেশ সমান রেটিং পয়েন্ট। তবু ও কম ম্যাচ খেলে বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে। আর যদি উইন্ডিজকে হারাতে পারে তাহলে তাদের রেটিং পয়েন্ট হবে ৭৪।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »