নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে দল নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আফগানিস্তান বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়েছিলেন দলটির কোচ ফিল সিমন্স। সেই দ্বন্দ্ব থেকেই বিশ্বকাপের পর আফগান দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক উইন্ডিজ তারকা ক্রিকেটার ফিল সিমন্স। ফলে আফগানিস্তান দল ভালো মানের একজন কোচ খুঁজে বেড়াচ্ছিলো। আফগানিস্তান বোর্ড হন্নে হয়ে ভালো মানের কোচ খুঁজলেও, তাদের মনের মতো কোচ খুঁজে পাচ্ছিলো না। অবশেষে অনেক খুঁজাখুঁজির পর ল্যান্স ক্লুজনারকে মনে ধরেছে আফগান ক্রিকেট বোর্ডের।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ল্যান্স ক্লুজনারকে রশিদদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ল্যান্স ক্লুজনারকে পেয়ে বেশ আনন্দিত বলেও জানান তারা।
এ প্রসঙ্গে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তার ভাষ্যমতে, “বিশ্ব ক্রিকেটে ল্যান্স ক্লুজনার একটি বড় নাম। একজন খেলোয়াড় ও কোচ ক্লুজনারের কাছ থেকে অনেককিছুই শিখতে পারবে আমাদের ক্রিকেটাররা।”
আফগান দলের কোচ হয়ে ক্লুজনারো বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি খুবই রোমাঞ্চিত ও গর্বিত বিশ্বের সেরা কিছু প্রতিভাময় ক্রিকেটাদের কোচ হতে পেরে। সবাই জানে কতটা ভয়ডর হীন ক্রিকেট খেলে আফগানরা। আমার বিশ্বাস আছে সবাই মিলে কঠোর পরিশ্রম করতে পারলে বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠতে পারবো আমরা।”
আফগান ক্রিকেট বোর্ড কোচ নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তিতে লেভেল-৪ শেষ করা কোচদেরই বিবেচনা করার কথা জানান। তাদের এই বিজ্ঞপ্তিতে সাড়া দেওয়া কোচদের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকান ক্লুজনারই ছিলেন, যিনি কিনা লেভেল-৪ সম্পন্ন করা কোচ ছিলেন। ফলে অন্য কোনো বিকল্প না থাকায় ক্লুজনারকেই নিয়োগ দিয়েছেন আফগান বোর্ড।
উল্লেখ্য, ক্লুজনার এর আগে কোনো জাতীয় দলের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন না করলেও জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ, বিপিএলে রাজশাহী কিংসের প্রধান কোচ, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ, সাউথ আফ্রিকার জাতীয় ক্রিকেট উপদেষ্টার দায়িত্বে ছিলেন।