শোয়েব আক্তার »
বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় সিলেট থান্ডারস ও রাজশাহী রয়্যালস। বিপিএলের এবারের আসরে রাজশাহী রয়্যালসের হয়ে খেলছেন সিলেটের সন্তান অলক কাপালী। অলক কাপালির লেগ ব্রেকে কাটা পড়ে আজ বিধ্বস্ত হয়ে গেছিলো সিলেট থান্ডারসের ব্যাটিং লাইন।
শুক্রবার সিলেট থান্ডারের বিপক্ষে তিন ওভার বল করে মাত্র ১৭ রানে ৩ টি উইকেট লাভ করেন তিনি।দিয়েছেন ১০টি ডট বল।নিজের প্রথম ওভারেই বড় ধাক্কা দেন সিলেট থান্ডারস কে।ওভারের শেষ দুই বলে দারুণ খেলতে থাকা জনসন চালর্স ও জীবন মেন্ডিস কে পরপর বোল্ড করে ব্যাটিং এর ধ্বস শুরু করেন দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক করা এ ক্রিকেটার।
এমন বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার ও নিজের করে নিয়েছেন তিনি।অসাধারণ বোলিংয়ের পেছনের রহস্য কি জানতে চাওয়া হলে কাপালী বলেন, ‘টার্গেট ছিল স্ট্যাম্পে বল করা, সেটাই করেছি।’
ভালো বল করলেও ব্যাটিং কে নিজের প্রধান বলছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।তিনি বলেন, ‘গত প্রিমিয়ার লিগেও আমি ভাল বোলিং করেছি। ব্যাটিংটা আমার প্রধান।বোলিং প্রতিদিনই ভাল করার চেষ্ঠা করছি। ব্যাটিং তো করি ৭ নম্বরে। সেভাবে সুযোগ আসে না।’
মিরপুরের উইকেট কে ব্যাটিং সহায়ক মনে করছেন তিনি।কাপালী বলেন, ‘এই উইকেট অনেক ভাল মনে হচ্ছে। আমরা যখন ফিল্ডিং করেছি, ওরা যখন শুরুতে ব্যাটিং করেছে, তখন মনে হয়েছে ওরা বড় স্কোর করবে। সময় পেয়েছে, তাই। ২/৩ রাউন্ড পর বিশ্রাম পাবে যখন,তখন উইকট সময় পাবে। সময় পেলে উইকেট ভাল হবে।’
দারুণ শুরু করেও টুর্ণামেন্টে বাজে খেলে শেষ করার অতীত আছে রাজশাহীর। তবে রাসেল,বোপারাদের মতো ক্রিকেটার থাকায় এবার তা হবে না মনে করেন কাপালি। ‘এটা কনফিডেন্স বাড়াবে। বোপারা,রাসেল আছে, ওরা ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না।ওরা কিন্তু ভাল খেলোয়াড়। নিজ থেকেই ওরা ভাল করতে চায়।কোন সমস্যা হবে না।’
আন্দ্রে রাসেলের ক্যাপ্টেনসিটা দারুন উপভোগ করছেন কাপালি, ‘সব সময়ই ইনভলভ থাকছে সে। যখন যে বোলিং এ আসছে তার সাথে কথা বলছে সে।’
টিম কম্বিনেশনে অল রাউন্ডারদের অগ্রাধিকার দেয়ায় বোলিংয়ের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন কাপালি, ‘যে টিমে যা দরকার। অনেক টিমে ভাল অফ স্পিনার আছে,ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। টিম কম্বিনেশনের জন্য বাঁ হাতি স্পিনার, লেগ স্পিনার আফ্রিদিও ( মিনহাজুল আফ্রিদি) আছে। অল রাউন্ডার বেশি বলে সুযোগ আসছে।’
সিলেটের ছেলে হয়ে সিলেট থান্ডারের বিপক্ষে এমন পারফম্যান্স। অনুভুতি কেমন কাপালির কাছে জানতে চাওয়া হলে একটু হেসে জবাব দেন তিনি।
‘মজা আসলে না, যে টিমে খেলে, সেই টিমই আমার মেইন টিম। অকশনের ব্যাপার-ট্যাপার আছে। কোন টিমের সাথে খেলছি, সেটা ব্যাপার না। কোন টিমে খেলছি, সেটাই ব্যাপার।’