আন্দোলন স্থগিত, মাঠে ফিরছে ক্রিকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বোর্ড ও ক্রিকেটার এ দুই পক্ষের সমঝোতায় অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আগামী শনিবার থেকে আসন্ন ভারত সফরের ক্যাম্পে দেখা যাবে ক্রিকেটারদের।

আজ সন্ধ্যায় গুলশানের সিক্স সিজন্স হোটেলে ক্রিকেটারদের পক্ষ থেকে মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান। এই সম্মেলনে তিনি ক্রিকেটারদের দেওয়া আগের ১১ দফা দাবির সাথে আরও দুটি দফা যোগ করেন। আর এতে মোট ১৩টি দাবি জানায় বাংলাদেশের ক্রিকেটাররা।

যদিও সাকিব-তামিমদের আজ নতুন করে যোগ করা এই দুই দফা নিয়ে কোনো সিদ্ধান্ত হয় নি।

ক্রিকেটারদের সাথে নিয়ে নাজমুল হাসান পাপন আজ (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মীদের জানান, ‘আপনাদের মাধ্যমে খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি। ওদের যা দাবি দাওয়া ছিল, আমি কালকেই বলেছিলাম এগুলো আমাদের মানার মতো। যদিও প্রথম দাবিটা আমাদের অধীনে না, তাই এইটা নিয়ে আমরা এখনো কিছু বলতে পারছি না। এটা ছাড়া বাকি সব কিছু আমরা দ্রুতই করার চেষ্টা করবো এবং সেগুলো ক্রিকেটারদের সঙ্গে নিয়েই। আমরা প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য কাজ করবো। শনিবার থেকে জাতীয় লিগ আবার চলবে। জাতীয় দলের ভারত সফরের ক্যাম্প যথাসময় অর্থাৎ ২৫ তারিখ থেকেই শুরু হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »