আন্তর্জাতিক মানের উইকেট এখন বিপিএলে : রিয়াদ

দুর্জয় দাশ গুপ্ত »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আগের সব আসরগুলোতে উইকেট নিয়ে অভিযোগ ছিলো দেশি-বিদেশি সকল ক্রিকেটারদের। উইকেট নিয়ে হয়েছে প্রচুর সমালোচনা। তবে চলমান বঙ্গবন্ধু বিপিএলে উইকেটের মান অনেক ভালো বলে জানিয়েছেন অনেক ক্রিকেটার। বিগত আসরগুলোর তুলনায় এবারের উইকেট নিয়ে সন্তুষ্ট ক্রিকেটার থেকে শুরু করে কোচ, টিম ম্যানেজম্যান্টরাও।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন চলমান বঙ্গবন্ধু বিপিএলে আন্তর্জাতিক মানের উইকেট পাওয়া যাচ্ছে। গতকাল ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন তিনি। ঢাকা প্লাটুনের বিপক্ষে জয়ের পরে রিয়াদ বলেন, “আমি এতটুকু বলতে পারি এবার ঢাকার যে উইকেটগুলোতে খেললাম এবং এখানেও যে উইকেটে খেললাম এগুলো আন্তর্জাতিক মানের উইকেট।”

“আমি মনে করি উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিলো৷ তবে ব্যাটসম্যানদের জন্যও অবশ্যই ভালো উইকেট৷ বোলারদের জন্যও ভালো সুযোগ ছিলো উইকেটে” – যোগ করেন রিয়াদ।

বোলাররা ভালো লেন্থ বজায় রেখে বল করতে পারলে ভালো করা সম্ভব বলে মনে করেন চট্টগ্রাম দলপতি। গতকাল রাতের ম্যাচের দু’দলই ২০০ এর উপরে রান করে৷ যদিও প্রথমে ব্যাট করা চট্টগ্রাম জয় পেয়েছে।

এবারের বঙ্গবন্ধু বিপিএলে উইকেট নিয়ে অভিযোগ করেন নি ক্রিকেটাররা। বরং প্রশংসা করছেন অনেকেই। এমন আন্তর্জাতিক উইকেট পেয়ে খুশি দলের কোচরাও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »