নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান। সেই চোটে পড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ককে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।
টি-টোয়েন্টির সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। সোহানের ছিটকে যাওয়ার খবরটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোহানের তর্জনী আঙুলে চিড় ধরা পড়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফ সানি। বিসিবির দেয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেন,”আমরা একটি এক্স-রে করিয়েছি। যেখানে তর্জনী আঙুলে চিড় ধরা পড়েছে।”