আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান প্লেসিস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

প্রতিবারই বিশ্বকাপের বড় মঞ্চে বুক ভরা আশা নিয়ে আসে দক্ষিণ আফ্রিকা। আসরের শুরুর দিকে দুর্দান্ত খেলে দলকে সেমি ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেই কেল্লা ফতে। সেই সেমি ফাইনাল বাধা এখন পর্যন্ত পার হতে পারেনি প্রোটিয়ারা।

এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় না থাকলেও ডু প্লেসিসের দল রয়েছে ফর্মের তুঙ্গে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ক্যানিংটন ওভালে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগের অন্যতম অস্ত্র ডেল স্টেইন দলে না থাকাটা বড় ক্ষতি হিসেবেই দেখছেন অধিনায়ক প্লেসিস।

প্লেসিস বলেন, ‘স্টেইনের মত বোলার আমাদের দলে না থাকাটা অনেক বড় ক্ষতি। স্কোয়াড ঘোষণার সময়ও সে ফিট ছিল না। আর আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম। সে ফিত হয়ে দলে যোগ দিলে আমাদের বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে।’

স্টেইনের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো প্রকার রক্ষণাত্মক ক্রিকেট খেলার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘সে (স্টেইন) না থাকাতে আমাদের দলে কিছু পরিবর্তন আসবে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আমরা রক্ষণাত্মক খেলবো না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »