সাজিদা জেসমিন »
২০১৯ সাল গিয়ে এসেছে নতুন বছর। নতুর বছরের শুরুতেই তাই তৈরি বিগত বছরের সব পরিসংখ্যানের ফলাফল। আর তার সাথে প্রাপ্য সম্মাননার হিসেবটাও কষছে আইসিসি। ২০১৯টা ভালোই কেটেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। দাপুটে পারফরম্যান্সের ভিত্তিতে ছিনিয়ে নিয়েছেন বর্ষসেরার মুকুট। আইসিসির প্রকাশিত তালিকায় ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি।
একনজরে আইসিসি অ্যাওয়ার্ড তালিকা :
বর্ষসেরা খেলোয়াড় – বেন স্টোকস(ইংল্যান্ড) – স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।
বর্ষসেরা টেস্ট খেলোয়াড় – প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় – রোহিত শর্মা (ভারত)।
বর্ষসেরা ইমার্জিং খেলোয়াড় – মারনাস ল্যাবুশেইন (অস্ট্রেলিয়া)।
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরমার – দীপক চাহার (ভারত) – বাংলাদেশের বিপক্ষে ৬/৭ উইকেট।
বর্ষসেরা অ্যাসোসিয়েট খেলোয়াড় – কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)
স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার – ভিরাট কোহলি (ভারত, ওভালের ঘটনা )
বর্ষসেরা আম্পায়ার – রিচার্ড ইলিংওর্থ – ডেভিড শেফার্ড ট্রফি।
এছাড়াও বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। যেখানে নেই কোন বাংলাদেশি।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশঃ
মায়াঙ্ক আগারওয়াল (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড), মারনাস ল্যাবুশেইন (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশঃ
রোহিত শর্মা (ভারত), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ভিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড, উইকেটরক্ষক), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত) ও কুলদ্বীপ যাদব (ভারত)।