সাজিদা জেসমিন »
আইসিসির র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন।টি-২০ তে সেরাদের কাতারে উপরে উঠে এসেছেন অনেকেই । অবশ্য র্যাংকিং এ-র ক্ষেত্রে তালিকায় ভারতীয়দের আধিপত্যই বেশি দেখা গেছে এবার। লোকেশ রাহুল ক্যারিয়ারের সেরা দ্বিতীয় পজিশনে উঠে এসেছেন।
লোকেশ রাহুল একঝাঁক ভারতীয় তরুণদের নেতৃত্ব দিয়েছেন। সেই সাথে এমআরএফ টায়ার আইসিসি পুরুষ টি-২০ প্লেয়ার র্যাংকিংয়ে এগিয়ে গেছেন। এরপর ভারত ঝড়ে ৫-০ তে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে বড় সিরিজ জয়ের স্বাদ।
-শর্মা, বুমরাহ, উইলিয়ামসন এবং শেইফার্ট অন্যদের ডিঙিয়ে উপরে উঠেছেন ভারত-নিউজিল্যান্ড সিরিজের পরে।
-শোয়েব, শাহীন এবং তামিম ও নতুন র্যাংকিংয়ে এগিয়ে এসেছেন।
রাহুল সিরিজ সেরা ২২৪ রান করে নিজেকে ৪ স্থান উপরে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ২য় অবস্থানে৷ যেখানে রোহিত শর্মা ৩ ধাপ পেরিয়ে এসেছেন ১০ম অবস্থানে, শ্রেয়াস আইয়ের ৬৩ থেকে উঠে এসেছেন ৫৫ তম স্থানে, মনিশ পান্ডে ১২ ধাপ পেরিয়ে ৫৮তে এসেছেন। যেখানে বাকিদের নিয়েও র্যাংকিং সাজানো হয়েছে, যাতে বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ সিরিজ ও অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে ৩জন ভারতীয় রয়েছেন। ক্যাপ্টেন হিসেবে ভিরাট কোহলি ৪ ম্যাচে ১০৫ রান নিয়ে তার ৯ম স্থান পুনরায় ধরে রেখেছেন।
নিউজিল্যান্ডের উইলিয়ামসন উঠে এসেছেন ১৬তম স্থানে৷ শেইফার্ট উঠে এসেছেন ৩৪ তম পজিশনে, রস টেইলর ৩৯ তম পজিশনে, পাকিস্তানের শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ ৪৫তম এবং ৭১ তম স্থান দখল করেছেন৷ বাংলাদেশের হয়ে তামিম ইকবাল উঠে এসেছেন ৫০ তম স্থানে।
এমআরএফ টায়ার আইসিসি পুরুষ খেলোয়াড়দের র্যাংকিং ( ৩ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী)
সেরা ৫ ব্যাটসম্যান :
১) বাবর আজম – পাকিস্তান – ৮৭৯ পয়েন্ট
২) লোকেশ রাহুল – ভারত – ৮২৩ পয়েন্ট
৩) অ্যারন ফিঞ্চ – অস্ট্রেলিয়া – ৮১০ পয়েন্ট
৪) কলিন মনরো – নিউজিল্যান্ড – ৭৮৫ পয়েন্ট
৫) ডেভিড মালান – ইংল্যান্ড – ৭৮২ পয়েন্ট