https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
চলমান অ্যাশেজের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টারে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ১ উইকেটে ২৩ রান নিয়ে খেলা শেষ করা ইংল্যান্ড তৃতীয় দিনে চালিয়ে গেছে লড়াই।
তৃতীয় দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। প্রথম সেশনের পুরোটাই জলে ভেসে গেলে লাঞ্চ বিরতির পরই মূলত শুরু হয় ম্যাচ। দিনের শুরুতেই ক্রেইগ ওভারটনের উইকেট হারায় ইংলিশরা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার রোরি বার্নস ও অধিনায়ক জো রুট। ১৪১ রানের দুর্দান্ত জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থেকেই বার্নস বিদায় নেন হ্যাজেলউডের বলে। বার্নসের বিদায়ের পর আর স্থায়ী হয়নি রুটের ইনিংসও। ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন ইংলিশ অধিনায়ক। তৃতীয় দিনে ৫ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২০০ রানে।
প্রথম ইনিংসে ইংলিশরা অজিদের থেকে পিছিয়ে আছে ২৯৭ রানে। হাতে এখনও যে ৫টি উইকেট আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে রুটের দলের। নাহলে আবারও জুটতে পারে পরাজয়।