https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
অ্যাশেজের পঞ্চম ও শেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসে রান পাহাড় গড়তে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯৪ রানে অলআউট হবার পর তৃতীয় দিন শেষে ইংলিশরা সংগ্রহ করেছে ৩১৩ রান, হাতে আছে আরও ২ উইকেট।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৪ রানের জবাবে অজিদের ইনিংস থামে ২২৫ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালো করে ইংল্যান্ড। রোরি বার্নস ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরে গেলেও আরেক ওপেনার জো ডেনলি ব্যাট হাতে হাল ধরেন। অধিনায়ক জো রুট ২১ রানে ফিরে গেলে জুটি ধরেন বেন স্টোকস ও ডেনলি। স্টোকসের ব্যাট থেকে আসে ৬৭ রান। দলীয় ২২ রানে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে নাথান লায়নের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ডেনলি। এছাড়া জস বাটলারের ব্যাট থেকেও আসে ৪৭ রান। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান।
উল্লেখ্য, চলমান অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।