https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অ্যাশেজের লর্ডস টেস্ট জমে উঠেছে চতুর্থ দিনে এসে। চতুর্থ দিন শেষে মাত্র ৯৬ রান তুলতেই ইংলিশদের চার উইকেট নেই।
লর্ডস টেস্টের চতুর্থ দিনে অজিরা প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ৮০ রানে চার উইকেট নিয়ে। সেখান থেকে দলকে স্মিথ টেনে নিয়ে গেলেও তিনি শেষ পর্যন্ত রিটার্ড হার্ট হয়ে ফিরেন ৯২ রানে। জোফরা আর্চারের বল গিয়ে স্মিথকে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত অজিরা সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫০ রান।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নানা ইংলিশরা পড়ে অজি বোলারদের বোলিং তোপে। প্রথম সারির চার ব্যাটসম্যানের কেউই নিজেদের রান ৩০ পার করতে না পারলে মাত্র ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ দিন শেষে ইংলিশরা লিড নিয়েছে ১০৪ রানের। হাতে আছে ৬টি উইকেট।