https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
বিশ্বকাপের ২০তম ম্যাচে ক্যানিংটন ওভালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চের ১৫৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে লঙ্কানদের সামনে তারা দাঁড় করিয়েছে ৩৩৪ রানের পাহাড়।
টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুটা বেশ ধীর গতির শুরু করে। ডেভিড ওয়ার্নার এদিন ব্যাট চালাতে থাকেন কচ্ছপ গতিতে। ফিঞ্চের সাথে মিলে ৮০ রানের পার্টনারশীপ গড়ে ব্যক্তিগত ২৬ রানে ফিরেন যান ওয়ার্নার। নিজের নামের পাশে ২৬ রান যোগ করতে ওয়ার্নার বল খরচ করেছেন ৪৮টি! অপর প্রান্তে থাকা ফিঞ্চ ছিলেন দুর্দান্ত। তৃতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ স্টিভ স্মিথকে নিয়ে যোগ করেন ১৭৩ রান। ১৩২ বলে ১৫৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে উদানার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ফিঞ্চ। ওয়ানডেতে ফেতাই ফিঞ্চের ব্যাট হাতে সেরা ইনিংস। এছাড়া ৫৯ বলে ৭৩ রান আসে স্মিথের ব্যাট থেকে। শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে খেলেন ৪৬ রানের ক্যামিও। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ করে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ।
বল হাতে ইসুরু উদানা ২টি, ধনঞ্জয়া ২টি ও মালিঙ্গা নেন ১টি উইকেট।