নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেরুদণ্ডের অস্ত্রোপচার করতে আগামী সপ্তাহে নিউজিল্যান্ড যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডোর্ফ। আজ (৮’ই অক্টোবর) খবরটি নিশ্চিত করেছেন তিনি।
চিকিৎসকদের সাথে পরমর্শ করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। তিনি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যক্রমে গত কয়েক বছর ধরে আমার একইরকম আঘাত ছিলো। আঘাতটি আবারও ফিরে আসছে। অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আরও স্থায়ী সমাধানের জন্য সার্জারিই সেরা পথ।’
তিনি আরও জানান, ‘আমি অস্ত্রোপচার নিয়ে বেশ ভালো অনুভব করছি। আমি কয়েকজন অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সাথে কথা বলেছি। তারা এ বিষয়ে ইতিবাচক ছিলো।’
পিঠের চোটে তিনি মিস করেছেন গত টি২০ ব্লাস্টের কোয়ার্টার ফাইনাল। এই চোট থেকে ফিরে আসতে চান তিনি। লাল বলের ক্রিকেট থেকে দুরে রয়েছেন প্রায় অর্ধ যুগ ধরে। সর্বশেষ খেলেছিলেন ২০১৩ সালে। জাতীয় দলের হয়ে কোন টেস্ট ম্যাচ খেলেননি জেসন বেহরেনডোর্ফ।
অস্ট্রেলিয়ার হয়ে ১১ টি একদিনের আন্তর্জাতিক এবং ৭টি টি২০ ম্যাচ খেলেছেন বেহরেনডোর্ফ। এর আগেও প্যাটিনসন,বন্ড এবং নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি একই অস্ত্রোপচার করিয়েছেন।