অস্ট্রেলিয়ায় ভিন্ন রকম সম্মান দেয়া হল সৌরভ গাঙ্গুলিকে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ভারতীয় ক্রিকেটের উত্থানের শুরুর পর্বের দিকের কথা যদি বলতে হয় তাহলে সৌরভ গাঙ্গুলির কথা বলতে হবে প্রথম দিকেই। ভারতীয় ক্রিকেটের যখন টালমাটাল অবস্থা তখন ভঙ্গুর এই দলের দাইয়ত্ব নেন বাঙালী বাবু সৌরভ।

ফলে ভারতীয় ক্রিকেট প্রেমিদের চোখে ক্রিকেট দেবতা হিসেবে বিবেচিত এই ক্রিকেটার। নিজ দেশে এমন সম্মান পেলেও অস্ট্রেলিয়ায় বিভিন্ন সময় সমালোচিত ছিলেন তিনি। তবে এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন সৌরভ গাঙ্গুলি।

অস্ট্রেলিয়ার একটি পানশালাতে খাবারের মেন্যুতে রাখা হয়েছে সৌরভ গাঙ্গুলির নামে একটি বিয়ারের নাম! আর এমন কাণ্ড দেখে ভারতীয়রা এটাকে সম্মানের চোখেই দেখছে।

ভারতীয় এক অস্ট্রেলিয়া প্রবাসী পানশালাতে গিয়ে খাবারের মেন্যুর ওই ছবি পোস্ট করেন নিজের টুইটারে। ছবিতে দেখা যায় ‘ফেরাল গাঙ্গুলি ম্যাংগো লাসি’ নামে একটি বিয়ারের নাম উল্লেখ রয়েছে। ছবিটির সাথে পোস্টদাতা ভারত সুন্দরসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় কেউ সৌরভ গাঙ্গুলীকে বিশেষভাবে পছন্দ করে বলে জানা ছিলোনা। তবে তার নামে বিয়ারের নামকরণ করে তাকে অন্যরকম সম্মানই প্রদর্শন করলো অস্ট্রেলিয়া। এখবর শুনে গাঙ্গুলি হয়তো পন্টিংকে আলিঙ্গন করবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »