সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড। শেষ ম্যাচে ২৭৯রানের বিশাল ব্যবধানে হেরেছে কিউই রা।
ম্যাচের চতুর্থ দিন ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং জো বার্নস-মারনাস ল্যাবুশেনদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৭ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে কিউইদের সামনে দাঁড়ায় ৪১৬রানের পাহাড়সম টার্গেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লায়নদের বোলিং তোপে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় কিউইরা।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে নাথান লায়ন তুলে নিয়েছেন পাঁচটি উইকেট । স্টার্ক ঝুলিতে পুরেছেন তিনটি উইকেট। কামিন্স নেন একটি উইকেট। প্রথম ইনিংসে ল্যাবুশেনের করা দ্বিশতকের সুবাদে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৪৫৪ রান। জবাবে ২৫৬ রান সংগ্রহ করেছিলো কিউইরা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) : ৪৫৪/১০ (১৫০.১ ওভার)
ল্যাবুশেন ২১৫
ওয়েগনার ৩/৬৬
নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ২৫৬/১০ (৯৫.৪ ওভার
ফিলিপস ৫২
লায়ন ৫/৬৮।
অস্ট্রেলিয়া (২য় ইনিংস) : ২১৭/২, (৫২ ওভার)
ওয়ার্নার ১১১*, ল্যাবুশেন ৫৯
অ্যাস্টল ১/৪১
নিউজিল্যান্ড (২য় ইনিংস) : ১৩৬/১০ (৪৭.৫ ওভার)
গ্র্যান্ডহোম ৫২
লায়ন ৫/৫০
ফলাফল : অস্ট্রেলিয়া ২৭৯ রানে জয়ী।