অস্ট্রেলিয়ার টি-২০ দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসের ২৭ অক্টোবর থেকে শ্রীলঙ্কা বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। শ্রীলঙ্কার পরই অস্ট্রেলিয়া সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের সাথেও তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া । প্রায় সাড়ে তিন বছর পর টি-২০ দলে ফিরলেন স্টিভেন স্মিথ আর প্রায় দেড় বছর পর টি-২০ দলে জায়গা পেলেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও দলে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। তবে টি-২০ দলে জায়গা হয়নি মার্কাস স্টইনিস, ডি অর্চি শর্ট, ক্রিস লিন ও নাথান লায়নের।

অস্ট্রেলিয়ার ১৪ জনের স্কোয়াড:

অ্যারন ফিঞ্চ ( অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ,অ্যালেক্স ক্যারি ( উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল,অ্যাস্টন টার্নার, বেন ম্যাকডারমট,কেন রিচার্ডসন, বিনি স্টেইনলেক,অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার,অ্যান্ড্রু টাই,প্যাট কামিন্স,মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কার বিপক্ষে সূচিঃ

ম্যাচ ——— তারিখ —— ভেন্যু
১ম টি-২০ ——— ২৭ অক্টেবর —— অ্যাডিলেড ওভাল
২য় টি-২০ ———- ৩০ অক্টোবর——-গ্যাবা
৩য় টি-২০ ———- ১ লা নভেম্বর——— মেলবোর্ন

পাকিস্তানের বিপক্ষে সূচি:

ম্যাচ ——— তারিখ —— ভেন্যু
১ম টি-২০ ——– ৩ নভেম্বর ——– সিডনি
২য় টি-২০ ——- ৫ নভেম্বর ——– মানুকা ওভাল
৩য় টি-২০ ——– ৮ নভেম্বর ——— পার্থ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »