https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবচেয়ে বড় কলঙ্কের ব্যাপার সম্ভবত দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং কাণ্ড। যার সাথে জড়িত ছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ এবং ব্যানক্রফট। নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ এবং ওয়ার্নার জাতীয় দলে ফিরেছেন তো বটেই জায়গা পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডেও। তাতে কি, বল টেম্পারিংয়ের মত এত বড় কালিমা কি আর মুছে যাবে এত সহজে।
বিশ্বকাপে অস্ট্রলিয়া দলের জার্সি প্রকাশের যে ছবি আছে সেই ছবি আরও একটু বাড়তি সম্পাদনার মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট দলের সাপোর্টারদের সংগঠন বার্মি আর্মি একটি টুইট বার্তায় ছবিটি প্রকাশ করে।
ছবিতে দেখা যায় ডেভিড ওয়ার্নারের জার্সির মধ্যে লেখা ‘প্রতারক’। অন্যদিকে মিচেল স্টার্ক এবং নাথান লায়নের হাতে ধরিয়ে দেয়া হয়েছে শিরীষ কাগজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই।
https://twitter.com/TheBarmyArmy/status/1126206594704920585