অস্ট্রেলিয়ার সাথে লড়াই করে হারলো ওমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ বিশ্বকাপ ২৪ এর ১০তম ম্যাচে সকালে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওমান পরাজয়বরণ করলেও প্রাণপণ লড়াই করেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ব্রিজটাউনে প্রথমে ব্যাট করতে নেমে ওমানের পেসার মেহেরান খান ও বেলাল খানের বোলিং তোপে পড়ে মাত্র ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। ম্যাক্সওয়েল শুণ্য, মার্শ ২১ বলে ১৪ ও হেড ১২ রান করে ফেরেন। ৪র্থ উইকেটে ওয়ার্নার ও স্টইনিস বড় জুটি গড়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দলকে ১৬৪ রানের সংগ্রহ এনে দেন। ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে ফিরলেও স্টইনিস মাত্র ৩৬ বলে ৬ ছয় ও ২ চারে ৬৭ রান করে অপরাজিত থাকেন। টিম ডেভিড ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। মেহেরান খান ২, বেলাল খান ও কলিমুল্লাহ ১টি করে উইকেট শিকার করেন।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই স্টার্ক, স্টইনিস ও এলিসের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওমান শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ৩৯ রানে পরাজয়বরণ করে। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন আয়ান খান। মেহেরান খান ১৬ বলে ২৭ ও আকিভ ইলিয়াস ১৮ বলে ১৮ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টইনিস ৩, স্টার্ক, জাম্পা ও এলিস ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ৩৬ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৩ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মার্কাস স্টইনিস। এটি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই প্রথম জয়, বিপরীতে টানা ২য় ম্যাচে পরাজয়বরণ করলো ওমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »