https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টি-২০ ক্রিকেটে যেন অসাধ্যকেই সাধন করেল ভারতীয় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম। প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর বল হাতে মাত্র চার ওভারেই প্রতিপক্ষের ৮ ব্যাটসম্যানকে পাঠিয়েছেন সাজঘরে!
ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ কৃষ্ণাপ্পা গোথাম। জাতীয় দলের হয়ে এখনও কোনো ম্যাচ খেলতে না পারলেও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিয়মিত মাঠ মাতিয়ে যাচ্ছেন তিনি। ভারতে চলমান ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট কর্নাটক প্রিমিয়ার লিগেই গরেছেন অনন্য এই কীর্তি।
বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে মুখোমুখি হয় শিমোগা লায়ন্স ও বেলারি তাস্কার্স। বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে। বেলারি তাস্কার্সের জার্সিতে মাঠে নামা কৃষ্ণাপ্পা ৫৬ বল মোকাবেলায় অপরাজিত থাকেন ১৩৪ রানে! যেখানে ১৩টি ছক্কা ও ৭টি ছিল চারের মার। ১৭ ওভারে শিমোগাকে ২০৪ রানের লক্ষ্য বেধে দেয় কৃষ্ণাপ্পার দল।
জবাবে ব্যাট করতে নামা শিমোগার প্রথম ব্যাটসম্যানকে ব্যক্তিগত প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরত পাঠান কৃষ্ণাপ্পা। এরপর শিমোগার ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুললে আবারও আক্রমণ করেন কৃষ্ণাপ্পা। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ঝুলিতে ৮ উইকেট নিয়ে শিমোগাকে অলআউট করে দেন ১৩৩ রানে। ফলে ম্যাচটি জিতে নেয় কৃষ্ণাপ্পার বেলারি তাস্কার্স।