https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অল্পের জন্য রক্ষা পেলেন তিন তরুণ বাংলাদেশী ক্রিকেটার। বিকেএসপি থেকে ফেরার পথে বাস দুর্ঘটনার কবলে পড়েন তারা।
বাংলাদেশ ইমার্জিং দল বনাম শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যে চলছে আনঅফিসিয়াল সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সাভারের বিকেএসপিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ইমার্জিং দলের তিন সদস্য উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন, মেহেদী হাসান রানা এবং মানিক খান বিকেএসপি থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের বহনকারী মিনিবাসকে ঢাকা দেয় অপর একটি বাস।
জাকির হাসান আঘাত পেয়েছেন মাথায়। বাকি মেহেদী হাসান রানা আঘাত পেয়েছেন বুকে। অন্যদিকে মানিক খান আঘাত পেয়েছেন তার পায়ে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে রাতেই অবশ্য মিরপুরে ফিরেছেন তারা।
ইমার্জিং দলের স্কোয়াডের স্ট্যান্ডবাই ছিলেন এই তিন ক্রিকেটার তাই দলেরসাথে যাননি তারা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন এই তরুণ ক্রিকেটাররা।