https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিভিন্ন ফরম্যাটে ক্রিএক্টের বিশ্বকাপ আয়োজন করা হলেও গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে নেই ক্রিকেট। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে আইসিসির প্রচেস্ট এবার সফলতার মুখ দেখতে যাচ্ছে।
এমসিসি ওয়ার্ল কমিটির প্রধান মাইক গ্যাটিংয়ের সাথে আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু সাওনির সাথে বৈঠক শেষে জানা জগাএছে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভূক্ত হতে যাচ্ছে ক্রিকেট। মূল দীর্ঘ সময়ের ব্যাপ্তি থাকাতে ক্রিকেটকে অলিপমিকে অন্তর্ভূক্ত করতে চায়নি অলিম্পিক কমিটি। সারা বিশ্ব থেকে হাজার হাজার এথলেটরা এই আসরে অংশ নিলেও তাই বাইরেই ছিল ক্রিকেট। তাছাড়া নানা রকম প্রতিবন্ধকতা তো ছিলই।
অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে মাইক গ্যাটিং বলেন, ‘আইসিসি প্রধান মানু সাওনির সাথে আমরা কথা বলেছি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত ক্রার বাপারে তিনি খুবই আশাবাদী। তারা এটা নিয়ে কাজ করে যাচ্ছে। সারা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার মধ্যে অন্যতম বড় একটি অর্জন হবে এটি।’
স্বল্প সময়ের মধ্যে অলিম্পিকের যে আসর অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে ক্রিকেটের সূচি কীভাবে হবে সে ব্যাপারে গ্যাটিং জানান, ‘দুই সপ্তাহ খুবই ভালো এবং যথেষ্ট সময়। সূচীটা সেভাবেই তৈরি করবো। প্রথমবার করতে পারলে পরবর্তীতে আর সমস্যা হবে না। অলিম্পিক একবার খেলাটা গ্রহণ করলে দুই সপ্তাহের মধ্যে কীভাবে শেষ করা যায় সেই ব্যবস্থা আমরা করবো।’