অভিজ্ঞদের উপর নজর ছিলো সালাহউদ্দিনের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু বিপিএলের ২০১৯ আসরকে সামনে রেখে ঢাকার রেডিসন হোটেলে আজ অনুষ্ঠিত হয়ে গেলো প্লেয়ার ড্রাফট। ড্রাফট থেকে নিজেদের পছন্দ মত দেশি বিদেশি ক্রিকেটারদের বেছে নিয়েছেন দল গুলো। মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও থিসারা পেরেরাদের মত দেশি বিদেশি অভিজ্ঞদের নিয়ে দল গড়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ড্রাফট শেষে ঢাকা প্লাটুনের পক্ষে কথা বলেছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জানিয়েছেন আগে থেকে বড় নামদের উপর টার্গেট ছিলো।

তিনি বলেন, ‘ টি-টোয়েন্টি ক্রিকেট আসলে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। আমি অন্তত এটা মনে করি। মাঠে আপানাকে প্রতিটি বলেই সিদ্ধান্তের প্রয়োজন হয়। যারা অনেক অভিজ্ঞ তারা এই সিদ্ধান্ত গুলো তাড়াতাড়ি নিতে পারে। ‘

অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকলে কোচের জন্য কাজটা সহজ হয়ে যায় আর তাদের কাছে থেকে দলের বাকি সদস্যরা অনেক কিছুই শিখতে পারেন। তিনি বলেন, ‘ মাঠে ক্রিকেটাররাই খেলবে আমি তো খেলবো না। মাঠে যত অভিজ্ঞ ক্রিকেটাররা থাকবে আমার কাজটা তত সহজ হবে। অভিজ্ঞদের কাছে থেকে তরুণরাও অনেক কিছু শিখতে পারে। ‘

দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় অধিনায়ক ভালো মানের হওয়ার সু্যোগ আছে। তবে কে হবে অধিনায়ক তা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘ অধিনায়ক কে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। টিম অফিসিয়ালদের সাথে আলোচনা করে তা সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা প্লাটুন:

দেশি: মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ,আনামুল হক বিজয়,হাসান মাহমুদ,মেহেদি হাসান,আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক

বিদেশি: শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী , লরি ইভান্স, লুইস রিচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »