অবসরের পর কোলপাকে ফিল্যান্ডার!

মমিনুল ইসলাম »

নিজের দেশের ক্রিকেট ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি দল গুলোর হয়ে হয়ে চুক্তিবদ্ধ ভাবে খেলাটাই মূলত কোলপাক চুক্তি । এবার ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেটের সাথে কোলপাক চুক্তি করলেন দক্ষিন আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ভেরনন ফিল্যান্ডার। তবে তিনি সমারসেটের সাথে কোলপাক চুক্তিতে যাচ্ছেন জাতীয় দল থেকে অবসরে যাওয়ার পর৷ ইতিমধ্যেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ইসিবি) থেকে অনুমতি পেয়েছে। আগামী বছরের আগে অফিসিয়াল কাগজপত্রের কাজ শেষ করতে পারছেন না বলে জানিয়েছেন সমারসেট।

গত ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দক্ষিন আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার৷ চলমান ইংল্যান্ডের সাথে টেস্ট শেষে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হতে না হতেই সমারসেটের সাথে কোলপাক চুক্তিতে আবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার এই ৩৪ বছর বয়সী পেসার।

এর আগে একবার বিদেশি খেলোয়াড় হিসেবে সমারসেটের হয়ে খেলেছিলেন ফিল্যান্ডার। ২০১২ সালে সমারসেটের হয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন পাঁচ ম্যাচ। যেখানে পাঁচ ম্যাচে ২১.৪৩ গড়ে নিয়েছিলেন ২৪ উইকেট। সেইসময় সমারসেটের হয়ে খেলাটা বেশ উপভোগ করেছিলেন তাই তো এবার কোলপাক চুক্তিতে সমারসেটের সাথে যুক্ত হলেন ফিল্যান্ডার।

ফিল্যান্ডার বলেন, ‘ সমারসেটের সাথে চুক্তিতে আমি খুশি। সমারসেট দারুন একটি ক্লাব আর কয়েক বছর আগে সেখানে খেলার সময় গুলো বেশ উপভোগ করেছি। গতবছর তারা ওয়ানডে ট্রফি জিতছে আর টেস্ট চ্যাম্পিয়ানশিপেরও খুব কাছাকাছি । আশা করি ২০২০ সালে সাফল্য এনে দিতে আমি অবদান রাখতে পারবো। এখন আপাতত শতভাগ নজর ইংল্যান্ড সিরিজে। এটা শেষ হলে অন্য দিকে নজর দিবো। ‘

ফিল্যান্ডারের সাথে চুক্তি করতে পেরে খুশি সমারসেটের পরিচালক অ্যান্ডি হ্যারি। তিনি বলেন, ‘ ভেরনান নিঃসন্দেহে বিশ্নমানের খেলোয়াড়। এমন প্রতিভাবান ক্রিকেটারের সাথে আমরা চুক্তি করতে পেরে খুবই খুশি। ইসিবির সাথে অফিসিয়াল কাগজপত্রের কাজ বাকি রয়েছে। আশা করছি নতুন বছরে সব পদ্ধতি মেনে আমরা চুক্তি সম্পন্ন করবো। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »