নিউজ ডেস্ক »
বিশ্বখ্যাতি সুনাম কুড়ানো ইউনিভার্স বস ক্রিস গেইলের বর্তমান বয়স এখন ৪১ বছর। এই বয়সে ক্রিকেট চালিয়ে যাওয়া মোটেও সহজতর কথা নয়। কিন্তু গেইলের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গিয়েছে তিনি জানিয়েছেন আগামী দুইটি বিশ্বকাপ খেলতে চান এই মারকুটে ব্যাটসম্যান।
সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পক্ষে খেলেছেন গেইল। এরপরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার ব্যাটিং দেখার সুযোগ হলেও জাতীয় দলের পক্ষে তার ব্যাটিং দেখার সুযোগ মেলেনি। সর্বশেষ খেলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। অসুস্থতার কারণে প্রথমদিকে সুযোগ না পেলেও সুস্থ হয়ে দলে ফিরেই ৩ ফিফটিতে করেছিলেন ২৮৮ রান।
৪১ বছর বয়সী এই ব্যাটসম্যান সম্প্রতি সাক্ষাৎকালে জানিয়েছেন সহসায় অবসরের কোনো চিন্তা তার নেই। আগামী দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অর্থাৎ ২০২১ সালে ভারতে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায়, খেলতে চান এই ক্যারিবিয়ান ক্রিকেটার। অন্তত ৪৫ বছর বয়স পর্যন্ত খেলার কথা জানিয়েছেন গেইল। এক্ষেত্রে বয়স কেবলই একটি সংখ্যা কিনা এই প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘হ্যা, অবশ্যই।’
তিনি বলেন,”এখনই অবসরের কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি যে আমি এখনো ৫ বছর খেলতে পারব, মানে ৪৫ এর আগে অবসরের কোনো সুযোগ নেই। আর হ্যা, এখনো দুইটি বিশ্বকাপ বাকি (খেলা)।’’
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিন বিভাগ মিলিয়ে তিনি মোট ৪৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ১০৩ ম্যাচে ৭২১৫ রান, ওয়ানডেতে ৩০০ ম্যাচে ১০৪৮০ রান ও টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে ১৬২৭ রান গেইলের নামের পাশে।