অবসরের ঘোষণা দিলেন হাশিম আমলা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সিনিয়র ক্রিকেটার বর্তমানে হাশিম আমলা। হাশিম আমলা আজ সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম ভরসার প্রতীক ছিলেন আমরা। এই অবসরের মাধ্যমে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন আমলা।

১৫ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনে ২৮শে নভেম্বর ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাশিম আমলার। এর চার বছর পর ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় হাশিম আমলার। আর ২০০৯ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ‌অভিষেক হয় আমলার।

আমলা টেস্ট ক্রিকেটে ১২৪ ম্যাচে ৯২৮২ রান করেন সর্বোচ্চ ছিলো অপরাজিত ৩১১ রান, হাফ সেঞ্চুরি করেছেন ৪১টি ও সেঞ্চুরি করেছেন ২৮টি।
তিনি ওয়ানডেতে ১৮১ ম্যাচে ৮১১৩ রান করেছেন সর্বোচ্চ ছিলো ১৫৯ রান, হাফ সেঞ্চুরি করেছেন ৩৯টি ও সেঞ্চুরি করেছেন ২৭টি।
হাশিম আমলা টি-টোয়েন্টি খেলেছেন ৪৪টি রান করেছেন ১২৭৭ রান সর্বোচ্চ ছিলো অপরাজিত ৯৭ রান, হাফ সেঞ্চুরি করেছেন ৮টি ও সেঞ্চুরি করেননি।

আমলা মানুষ হিসেবে খুব ভালো মানুষ ছিলেন। তিনি একজন ধার্মিক লোক ছিলেন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মদের একটি স্পন্সর থাকায় তিনি ইসলামে হারাম থাকায় এটা লাগাতেন না। তার অবসরে বিশ্ব ক্রিকেটে সকল ভক্ত তাকে মিস করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »