অবসরের ঘোষণা দিলেন নারী ক্রিকেটার সানা মির

নিউজ ডেস্ক »

পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান খেলোয়াড় সানা মির আজ ২৫ এপ্রিল আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সানা মির পাকিস্তানের হয়ে দীর্ঘ্য ১৫ বছরের ক্যারিয়ারে ১২০ টি ওডিয়াই এবং ১০৬ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেন।

সানা মির ২০০৮ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলায প্লেয়ার অব দ্যা টূর্ণামেন্ট হয়েছিলেন। ৪ মে ২০০৯ সালে  মিরকে নারী বিশ্বকাপ টি-টুয়েন্টির জন্য অধিনায়ক নির্বাচিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১০ সালে এশিয়ান গেমসে, মীরের নেতৃত্বে পাকিস্তান নারী ক্রিকেট দল স্বর্ণ পদক লাভ করে।

সানা মীরের ক্যারিয়ারে অভিষেক ঘটেছিলো ২০০৫ সালে শ্রীলঙ্কার সাথে। এবার দীর্ঘ এই ক্যারিয়ারের ইতি টানলেন সানা মির। এক বিবৃতিতে সানা জানান, ‘১৫ বছর ধরে দেশকে সার্ভ করতে দেবার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই। আমার জন্য এতি ছিল গর্বের উপলক্ষ। আমার ক্যারিয়ারে, নারী ক্রিকেট উন্নয়ণে যেসব সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডস স্টাফ ও খেলোয়াড় ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »