https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ভূমিকা শ্রীলঙ্কান দলে কতটা প্রভাব রাখে তা বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানে সময় ঘনিয়ে এসেছে এই পেসারের। আসন্ন বাংলাদেশ সিরিজ দিয়ে অবসরে যেতে চলেছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।
শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩০টি টেষ্ট ম্যাচ খেলে ১০১টি উইকেট নেন তিনি। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৩ ম্যাচ খেলে ৯৭টি উইকেট নেন এবং ওয়ানডে ক্রিকেটে ২২৫ ম্যাচ খেলে ১০১টি উইকেট নেন এই তারকা ক্রিকেটার। লাসিথ মালিঙ্গা তার ক্যারিয়ারে জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেট মাতিয়েছেন।
ব্যতিক্রমী এই পেসার সামনে বাংলাদেশ সিরিজ দিয়ে তার ১৫ বছরের ওয়ানডে ক্রিকেটের ক্যারিয়ারের ইতি টানছেন। শোনা যাচ্ছে যে লাসিথ মালিঙ্গা নাকি তার দেশ শ্রীলঙ্কা ত্যাগ করছেন। লাসিথ মালিঙ্গা স্থায়ীভাবে অষ্ট্রেলিয়ায় বসবাস করবেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে, “অষ্ট্রেলিয়ায় লাসিথ মালিঙ্গাকে সম্ভবত কোনো কোচের ভূমিকায় দেখা যাবে।”
এখন মালিঙ্গা অষ্ট্রেলিয়াতেই আছেন। ২২ তারিখ বাংলাদেশের সাথে সিরিজ খেলার জন্য দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে মালিঙ্গা তার অবসর ও অষ্ট্রেলিয়ায় বসবাসের খবর সকলের সামনে তুলে ধরবেন। এর আগেও অনেক লংকানদের ক্রিকেটার তাদের ক্যারিয়ার শেষে পাড়ি জমিয়েছে অষ্ট্রেলিয়ায়। এবার লাসিথ মালিঙ্গাও তাদের মতো একই পথে হাঁটছেন।
-নাসিফুল হাসান সৌমিক