নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডোয়াইন ব্রাভো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবাসরত এক ক্রিকেট ফেরিওয়ালা। ক্রিকেটের এই মহারাজ্যে নিজের ক্যারিয়ারের সবটুকু সময় দাপিয়ে বেড়িয়েছেন। আইপিএল, বিপিএল,সিপিএল,বিগ ব্যাশ, পিএসএল সহ এমন কোন লিগ নেই যেখানে তিনি খেলেননি। তবে হঠাৎই গতবছর আন্তর্জাতিক ক্রিকেটের মহারাজ্য থেকে নিজেকে সরিয়ে নেন ডোয়াইন ব্রাভো। অবসর নেয়ার পর খুব একটা ভালো সময় পার করতে পারছেন না তিনি। তাই অবসর ভেঙ্গে আবারও ক্রিকেটে ফিরতে চান ৩৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ভারতের লখণৌতে চলমান ওয়েস্ট আফগানিস্তান সিরিজে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পরে অর্থাৎ দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ড, হোল্ডারদের এমন সাফল্যে নিজের খুশির কথা জানিয়েছেন তিনি। এছাড়াও দলের এমন সাফল্যের পর অবসর ভেঙ্গে ক্রিকেটে ফেরার আভাস দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘ দলের এমন অর্জনে দলকে আমি অভিনন্দন জানাই। গত পাঁচ বছরে আমরা কোন ওয়ানডে সিরিজ জিততে পারিনি যা আমাদের জন্য লজ্জা জনক। তবে ৫ বছর পর তারা করে দেখিয়েছে। আমি অবসর নিয়েছি তাই আমি একজন সাবেক খেলোয়াড়। তবে খুব শীঘ্রই অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরতে পারি। ‘
এছাড়া তিনি আরও বলেন, ‘ আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাকে ঠিক এই জায়গাতেই দেখতে চেয়েছিলাম। এখন ঐ অবস্থানে দেখে বেশ ভালো লাগছে। সাফল্যের জন্য সঠিক জায়গায় সঠিক মানুষকে প্রয়োজন৷ আর সঠিক নির্দেশনা যা আমাদের এগিয়ে নিবে। সিরিজ জয় করতে না পারার খরা কেটে গিয়েছে আমাদের। ‘
এছাড়াও ভূয়সী প্রশংসা করেন বর্তমান কোচ ফিল সিমন্সের। আর তিনি আরও বিশ্বাস করেন ফিল সিমন্সের হাত ধরে ক্যারিবিয়ান ক্রিকেট অনেক দুর এগিয়ে যাবে। তিনি বলেন, ‘পোলার্ড, হোল্ডার ও কোচ সিমন্সের সামনে ক্যারিবিয়ান ক্রিকেটের নবদিগন্ত উন্মোচনের সময় এসেছে। গত পাঁচ বছর যে খরার মাঝে আমাদের ক্রিকেট গিয়েছে তাদের হাত ধরে তা খুব তাড়াতাড়িই ঘুচে যাবে। ‘