অবশেষে আসছে জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় বাংলাদেশ দলের সাথে অন্যান্য শক্তিশালী দলগুলো যখন কোনো সিরিজ খেলতে রাকজি ছিল না তখন বাংলদেশ দলের পাশে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নিয়মিতই সিরিজ আয়োজিত হতো দুই দেশের মধ্যে। ফলে বাংলাদেশের ক্রিকেটের সাথে জিম্বাবুয়ের ক্রিকেটের সখ্যতাটা বেশ পুরনো।

এদিকে দুর্নীতির দায়ে সম্প্রতি আইসিসির পক্ষ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জিম্বাবুয়েকে। ফলে আইসিসির কনো ইভেন্টে অংশ নিয়তে পারবে না তারা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই বহিস্কারাদের পাবার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তান-জিম্বাবুয়ে-বাংলাদেশ এই তিন জাতির মধ্যে একটি সিরিজ আয়োজন করতে চেয়েছে। সেপ্টেম্বরে সিরিজটি হতে যাচ্ছে এমন ঘোষণাও দেয়া হয়েছে বেশ আগেভাগেই। কিন্তু জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা পাওয়ার ফলে বাংলাদেশে এসে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়া নিয়ে দেখা দিয়েছিল সংশয়। সেই সংশয় দূর হল বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথায়।

তিনি জানান, ‘আইসিসির নিসেধাজ্ঞায় থাকলেও বাংলাদেশে আসতে তাদের কোনো বাধা নেই। এই সিরিজ আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়বে না। জিম্বাবুয়ে ঢাকা আসবে ঠিকই। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আমরা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছি, জিম্বাবুয়েও সেখানে অংশ নিচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »