অন্তত দু‌টি ম্যাচ জ‌য়ের লক্ষ্য সালমা‌দের!

শোয়েব আক্তার »

আগামী ২২ ফেব্রুয়া‌রি অস্ট্রে‌লিয়ায় শুরু হ‌তে যা‌চ্ছে সপ্তম নারী টি-২০ বিশ্বকাপ ২০২০। টানা চতুর্থ বা‌রের ম‌তো বিশ্বকা‌পে অংশ নি‌চ্ছে বাংলা‌দেশ নারী ক্রি‌কেট দল। বিশ্বকাপ কে সাম‌নে রে‌খে ইতোম‌ধ্যে ১৫ সদ‌স্যের দল ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট বো‌র্ডে। ক‌ন্ডিশ‌নের সা‌থে মা‌নি‌য়ে নি‌তে বিশ্বকা‌পের প্রায় ২০ দিন আগে অস্ট্রে‌লিয়া’র উদ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে‌ছে সামলা খাতু‌নের দল।

অ‌স্ট্রে‌লিয়ায় যাওয়ার আগে বিমান বন্দ‌রে অপেক্ষমান সাংবা‌দিক‌দের সা‌থে কথা ব‌লেন নারী দ‌লের অধিনায়ক সালমা খাতুন। জানান বিশ্বকা‌পে নি‌জে‌দের লক্ষ্যের কথা।

অন্তত দু‌টি জ‌য়ের লক্ষ্য নি‌য়ে বিশ্বকাপ খেল‌তে যা‌চ্ছে বাংলা‌দেশ জা‌নি‌য়ে সালমা খাতুন ব‌লেন, ‘এই টুর্নামেন্ট আমা‌দের ভবিষ্যত নির্ধারন কর‌বে। কারণ টুর্নামেন্টে য‌দি আমরা ভাল খেল‌তে পারি তাবে নারী ক্রিকেটকে আর পিছন ফিরে তাকাতে হবে না। অন্তত একটা ম্যাচ ও যদি আমরা জিত‌তে পা‌রি তাহলে ইনশাআল্লাহ আমরা র‍্যাংকিংয়ে উন্নতি কর‌তে পার‌বো। তবে ‌বিশ্বকা‌পে আমরা অন্তত দুটি ম্যাচ জেতার লক্ষ্য নির্ধারন ক‌রে‌ছি।’

‌বিশ্বকা‌পে খুব ক‌ঠিন গ্রু‌পে প‌ড়ে‌ছে বাংলাদেশের নারী দল। গ্রুপে স্বাগ‌তিক অস্ট্রে‌লিয়া ছাড়াও র‌য়ে‌ছে এশিয়ার পরাশ‌ক্তি ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। তাই, বিশ্বকাপে এক‌টি ম্যাচ বের ক‌রে আনা ও ক‌ঠিন হ‌বে। ক‌ঠিন গ্রু‌পে পড়‌লেও নি‌জের আত্ম‌বিশ্বাস হারা‌চ্ছেন না সালমা খাতুন। ভা‌লো ক্রি‌কেট খেলার প্রত্যয় ব্যক্ত ক‌রে তি‌নি ব‌লেন,

‘আশা ক‌রি ভাল কিছু করবো। অবশ্য আমাদের এবা‌রের মূল লক্ষ্য হ‌চ্ছে আগামী টি-২০ বিশ্বকাপে যাতে আমাদের বাছাই পর্ব খেল‌তে না হয় সেটা নি‌শ্চিত করা। এজন্য আমাদের অন্তত দুইটা ম্যাচ জিততে হবে। এই লক্ষ্য নিয়েই আমরা অস্ট্রে‌লিয়া যা‌চ্ছি।’

‌আগামী ২৪ ফেব্রুয়ারি ভার‌তের বিপ‌ক্ষে ম্যাচ দি‌য়ে বিশ্বকাপ মিশন শুরু কর‌বে সালমা-জাহানারা’রা। মূল পর্ব শুরুর আগে দু‌টি প্রস্তু‌তি ম্যাচ খেল‌বে বাংলা‌দেশ নারী ক্রি‌কেট দল। একটি ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড এবং অন্যটি ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপ‌ক্ষে অনু‌ষ্ঠিত হ‌বে।

বাংলা‌দেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, , মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, শামীমা সুলতানা, পান্না ঘোষ, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, ফারজানা হক পিং‌কি, শুভানা মোস্তা‌রি।

স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »